গাংনীর সাহারবাটি ইউপি ॥ টাকা দিলেই মেলে জন্ম সনদ সংশোধন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তার বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ উঠেছে। জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে রীতিমতো ব্যবসা পেতে বসেছেন তিনি। এমন অভিযোগ করে ভুক্তভোগীরা জানিয়েছেন, মোটা টাকা দিলেই নিমিষেই মিলছে জন্ম নিবন্ধন সংশোধন।

অভিযোগে জানা গেছে, সাহারবাটি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোকলেছুর রহমান মন্টু জন্ম নিবন্ধন সংশোধনের লক্ষ্যে কয়েকদিন আগে সাহারবাটি ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। তার জাতীয় পরিচয় পত্রের সাথে জন্ম নিবন্ধন সনদের বেশ অমিল পাওয়া যায়। দ্রুত প্রয়োজনে ভারতে যাওয়ার জন্য তার পাসপোর্ট প্রয়োজন। তাই জন্ম নিবন্ধন সংশোধনে তাড়াহুড়ো করছিলেন তিনি। এ সুযোগ কাজে লাগায় সাহারবাটি ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রের উদ্যেক্তা রায়হানুল ইসলাম। মোকলেছুর রহমান জানান, আবেদন করার পর ঢাকা থেকে সংশোধন করে আসতে অনেক সময় লাগবে এমন ভীতি সৃষ্টি করে রায়হানুল দুই হাজার টাকা দাবি করেন। দরদামের এক পর্যায়ে এক হাজার টাকার বিনিময়ে দুই দিনের মাথায় তিনি জন্ম নিবন্ধন সংশোধন করে দেন। ওই উদ্যোক্তা প্রতি মাসে এমন অসংখ্য জন্ম নিবন্ধন সংশোধন করছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে বাদিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। অথচ প্রায় বিনামূল্যে সরকার জন্ম নিবন্ধন সংশোধনের ব্যবস্থা করেছে। এলাকার মানুষ বিভিন্ন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন অভিযোগ করে সাহারবাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য (মেম্বর) আনারুল ইসলাম আকালী জানান, তারা বিনামূল্যে সেবা দেয়ার চেষ্টা করছেন। কিন্তু উদ্যেক্তা রায়হানুল টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। জন্ম নিবন্ধনের নামে সে লাখ লাখ টাকা অবৈধ আয় করছে। এতে এলাকার লোকজন ফুঁসে উঠেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে প্রতিকার চেয়েছেন তিনি। অভিযুক্ত উদ্যোক্তার অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করে দ্রুত পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত রায়হানুল ইসলাম।