গাংনী যুব মহিলা লীগ নেত্রীর বাসায় চুরি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। টাকা ও সোনার গয়নাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গতকাল সোমবার সন্ধ্যায় গাংনী শহরের হাসপাতাল পাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ফারহানা ইয়াছমিনের স্বামী শাহাব উদ্দীন জানান, গতকাল সন্ধ্যায় তারা মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সাথে সাক্ষাত করতে তার বাস ভবনে গিয়েছিলেন। এ সময় চোরেরা পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে গেটের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। শো-কেস থেকে ২৫ হাজার টাকা, দুই ভরি ওজনের সোনার গয়নাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। রাত ৮টার দিকে বাসায় ফিরে তারা বিষয়টি টের পান। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ। এ প্রসঙ্গে তিনি বলেন,  চোর আটক ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।