জেলা পরিষদ নির্বাচানে পরাজিত মেম্বার প্রার্থীদের দেয়া অর্থ ফিরত নিতে ভোটারদের বাড়ি বাড়ি প্রার্থীগণ

 

স্টাফ রিপোর্টার: জেলা পরিষদ নির্বাচনের ৭ নং ওয়ার্ড তথা জেহালা, নাগদাহ ও আইলহাস ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও মহিলা সদস্যদের বাড়িতে বাড়িতে পরাজিত সদস্য প্রার্থীগণের দেয়া অর্থ ফেরত নিতে তোড়জোড় শুরু হয়েছে। বাঁধছে হট্টগোল। অনেকেই ফেরত দিয়েছেন টাকা কেউবা দিতে করছেন অস্বীকার।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বরের জেলা পরিষদ নির্বাচনের জেহালা, নাগদাহ ও আইলহাস ইউনিয়ন নিয়ে গঠন করা হয় ৭ নং ওয়ার্ড। ওই নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে মোট ৫ জন অংশ নেন। ভোটারদের মন জয় করতে প্রার্থীগণ মোটা অঙ্কের টাকা প্রদান করেন। অভিযোগ রয়েছে, যে বেশি টাকা দিয়েছে তাকেই নির্বাচিত করেছে ভোটারগণ। প্রার্থীগণ ভোট পাওয়ার আশায় ৩০ হাজার থেকে শুরু করে ৬০-৭০ হাজার টাকা নগদসহ মোটরসাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। টাকা দিয়ে ভোট না পেয়ে পরাজিত প্রার্থীগণ টাকা ফেরত পেতে ভোটারদের বাড়িতে বাড়িতে যেতে থাকেন। গত শুক্রবার আইলহাস ইউনিয়ন পরিষদ চত্বরে বৈঠক করে ইউনিয়ন পরিষদের মেম্বারগণ। বৈঠকের সিন্ধান্ত মোতাবেক এক প্রার্থীর টাকা ফেরত দেয়। এই সংবাদে অন্য প্রার্থীরা সেখানে উপস্থিত হয়ে টাকা ফেরত চাইতে গেলে শুরু হয় হট্টোগোল। অবশেষে অন্য প্রার্থীদের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে প্রার্থীরা ফিরে যান। ঘোলদাড়ী বাজারসহ আশপাশের এলাকায় চলতে থাকে ব্যাপক সমালোচনার ঝড়। তবে কয়েকটি সূত্রে জানিয়েছে, শুধু পারাজিত প্রার্থী না জয়ী সদস্য প্রার্থীও টাকা উদ্ধারে অভিযানে নেমেছেন।