দর্শনায় ভেজাল বিলেতি মদ তৈরিতে সুনাম ক্ষুণœ হচ্ছে কেরুজ কর্তৃপক্ষের

 

দর্শনা অফিস: দর্শনায় গোপনে গড়ে তোলা হয়েছে ভেজাল বিলেতি মদ তৈরির কারখানা। কেরুজ ডিস্টেলারি বিভাগ থেকে সংগৃহীত বোতল, লেবেল, কর্কসহ যাতবীয় সামগ্রী দিয়েই এ মদ তৈরি করছে এলাকার অভিযুক্ত চিহ্নিত মাদককারবারী সংকর। অভিযোগ উঠেছে, দর্শনা আনন্দবাজার এলাকার সংকর দীর্ঘদিন ধরে মদ বিক্রির কারবার করে আসছে। কেরুজ চিনিকলের চোরাই বাংলা মদ বিক্রির পাশাপাশি বেশ কিছুদিন আগে গড়ে তুলেছে ফরেন লিকার তৈরির কারখানা। নিজেই ভেজাল ফরেন লিকার তৈরি করে এলাকার খুচরা মদ বিক্রেতাদের দিয়ে বাজারজাত করছে। কেরুজ চিনিকলের বোতল, লেবেল, কর্ক ও মদ তৈরি সামগ্রী ব্যবহার করা হলেও তা পানে ক্ষতিকারক বলে ধারণা করা হচ্ছে। কেরুজ উৎপাদিত ফরেন লিকার চোরাইভাবে প্রতিবোতল ১১/১২শ টাকা দরে বিক্রি করা হলেও সংকরের উৎপাদিত ফরেন লিকার বিক্রি করা হচ্ছে ৬-৭শ টাকায়। দর্শনার প্রায় ৮-১০টি পয়েন্টে রয়েছে কেরুজ উৎপাদিত বাংলা মদ বিক্রির অবৈধ আকড়া। সংকর নিজে ও ওই আকড়াগুলোর মাধ্যমে তার উৎপাদিত ভেজাল বিলেতি মদ বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখে, কেরুজ চিনিকলের ডিস্টিলারি বিভাগে উৎপাদিত মদেন সুনাম অক্ষুণœ রাখতে সংকরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে।