অবকাশকালীন ছুটি শেষে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতসহ অধীনস্থ সকল আদালতের কার্যক্রম চালু

 

স্টাফ রিপোর্টার: অবকাশকালীন ছুটি কাটিয়ে একমাস পর চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতসহ তার অধীনস্থ সকল আদালত চালু হয়েছে। গতকাল রোববার থেকে আদালতের কার্যক্রম চালু হলে আইনজীবী ও বিচার প্রার্থীদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতিবছরের ডিসেম্বর মাস জেলা জজ আদালত ও তার অধীনস্থ আদালতসমূহ অবকাশকালীন ছুটি হিসেবে আদালতের বিচারকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা ছুটিভোগ করেন। সে কারণে আদালতের কার্যক্রম দীর্ঘ একমাস বন্ধের পর চালু হওয়ায় বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। প্রথম দিনে আদালতের বিচারপ্রার্থী ও আইনজীবীরা ভিড় করেন।

এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবাগত সাধারণ সম্পাদক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মহ. শামসুজ্জোহা বলেন, বিচারপ্রার্থী ও আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে আদালতে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ জানান, একমাস ছুটি শেষে আদালতের বিচারকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কাজে যোগদান করেছেন।