মেহেরপুরে পিএসসি পরীক্ষার পাসের হার ৯৮ দশমিক ৫০ ভাগ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে পিএসসি পরীক্ষায় এ বছর পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ বেড়েছে। এ বছর জেলায় পিএসসি পরীক্ষার ফলাফল শতকরা ৯৮ দশমিক ৫০ ভাগ। চলতি বছরের জেলায় পিএসসি পরীক্ষার্থী ছিলো ১২ হাজার ৮শ জন। যাদের মধ্যে ৮৬৯ জন জিপিএ-৫সহ পাস করেছে ১২ হাজার ১২ হাজার ৬০৭ জন। মেহেরপুর সদর উপজেলায় ৪ হাজার ৯৩৬ জন পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৫৩ জন জিপিএ-৫সহ পাস করেছে ৪ হাজার ৮৪৯ জন। গাংনী উপজেলায় ৫ হাজার ৮৭৪ জন অংশ নিয়ে ২৯২ জন জিপিএ-৫সহ পাস করেছে ৫ হাজার ৭৯০ জন এবং মুজিবনগর উপজেলায় এক হাজার ৯৯০ জন অংশ নিয়ে ১২৪ জন জিপিএ-৫সহ পাস করেছে এক হাজার ৯৬৮ জন।

এদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা জেলায় ৫৯৩ জন অংশ নিয়ে ৬ জন জিপিএ-৫সহ পাস করেছে ৫৪৪ জন। পাসের হার শতকরা ৯১ দশমিক ৭৪ ভাগ।

এ বছর মেহেরপুর সদর উপজেলার বারাদী এসএস বিদ্যানিকেতন থেকে ১৯ জন পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৬ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৬ জন পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪০ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। মেহেরপুর গ্লোরিয়াস পি-ক্যাডেট একাডেমি থেকে ৫০ জন পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২২ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০০ জন পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৩ জন জিপিএ-৫সহ একশ জনই পাস করেছে। মেহেরপুর সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় থেকে ১২৩ জন পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৬ জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে।