বার্ষিক পরীক্ষায় ফেল করায় মুজিবনগরের পল্লিতে স্কুলছাত্রের আত্মহত্যা

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের লিখন (১২) নামের এক স্কুলছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ফলাফল ঘোষণার পর ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্র লিখন নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায়- এদিন মহাজনপুর ইউনিয়নের  মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ষোষণা করা হয়। ফলাফলে লিখন অকৃতকার্য হয়। এতে তার বাবা জামাত আলী প্রথম দিকে অখুশি হলেও পরে লিখনকে নিয়ে দুপুরের খানা খান। বিকেলে তার বাবা মাঠের কাজে গেলে সে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি বেধে আত্মহত্যা করে। ঘটনার সময় তার মা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে প্রতিবেশী তার লাশ উদ্ধার করে। পরে প্রশাসনের অনুমতি নিয়ে তার লাশের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। লিখন জামাত আলীর এক ছেলে ও ২ মেয়ের মধ্যে বড়। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছাড়া নেমে এসেছে।