টিউবওয়েলের জন্য স্থাপন করা পাইপ দিয়ে অনারগল গ্যাস উদগিরণ

আলমডাঙ্গা ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন : গ্যাস সংরক্ষণের প্রতিশ্রুতি
মুন্সিগঞ্জ প্রতিনিধি: ৩ দিন ধরে অনারগল উদগিরণ হচ্ছে গ্যাস। দিন দিন উৎসুক জনতার ভিড় বাড়ছে। জোরদার হচ্ছে দ্রুত সংরক্ষণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দাবি। গতকাল বৃহস্পতিবার এ দাবির সাথে একত্মতা প্রকশ করে যতো দ্রুত সম্ভব পরীক্ষাসহ প্রয়োজনীয় সকল প্রকারের পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। সরেজমিন পরিদর্শনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাস উদগিরণ শুরু হয়। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ওই গ্রামের জামিরুল ইসলামের বসতবাড়িতে টিউবওয়েল স্থাপনের সময় বিকট শব্দে গ্যাস উদগিরণ হতে থাকে। খবর রটার সাথে সাথে কৌতূহলী মানুষের ভিড় জমে। এলাকবাসী এ গ্যাস দ্রুত সংরক্ষণের দাবি তোলে। খবর পেয়ে গতকাল বৃস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনিক কর্মকর্তাদেরর সামনে এলাকাবাসী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, টিউবওয়েলের জন্য ৬০ ফুট পাইপ মাটিতে পুঁততে থাকে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ পাইপের মধ্যে থেকে বিস্ফোরণের মতো পানি আকাশের দিকে ছুটতে থাকে। পাইপ দিয়ে পানি আকাশের দিকে ছুটলেও মাটিতে পড়ছে না। আগুন দিলে দাউ দাউ করে জ্বলে উঠছে। এলাকাবাসী বুঝতে পারে এটি পানির উদগিরণ নয়, প্রাকৃতিক গ্যাস। এ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে সংরক্ষণের আশ্বাস দেন।

Leave a comment