চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে রাতের আধারে পাঁচিল নির্মাণ করে বিদ্যালয়ে প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায়।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের জমি, নিজের দাবি করে তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকন তার দল বল নিয়ে রাতের আঁধারে বিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দেয়।

এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ১৯৬১ সাল থেকে বিদ্যায়লের ছাত্রছাত্রীর রা মূল  প্রবেশ পথ দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে আসছে, যদি তার জমি হয়ে থাকে তবে ৫৫ বছর কেন বন্ধ করেননি। বন্ধ করতে হলে বিদ্যালয়েকে অবহিত না করে কিভাবে করা হলো সেটা আমার জানা নেই।