আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ্য যান ও হোটেলে মালিককে জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় বিভিন্ন স্থানে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান সঙ্গীয় ফোর্সসহ গতকাল দুপুরে পৌর এলাকার রেলস্টেশন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অসাস্থ্যকর পরিবেশের খাদ্য বিক্রির দায়ে আলাউদ্দিনের হোটেলে মালিক বণ্ডবিল গ্রামের মৃত খেদের আলীর ছেলে রেলস্টেশন বাজারে হোটেল ব্যবসায়ী আলাউদ্দিনকে ৫ হাজার টাকা, বিপুল খাবার হোটেলের মালিক বিপুলকে ৫ হাজার টাকা, শিপন খাবার হোটেলের মালিক ডাবলুকে ৫ হাজার টাকা, আশরাফুল বেকারীর মালিক গোবিন্দপুর গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে আশরাফুল হককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। তারপর উত্তরা ফিলিং স্টেশনের সন্নিকটে ৩ রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ অনুযায়ী অবৈধ্য যান আলমসাধু, নছিমন ও বৈধ্য কাগজপত্র না থাকার কারণে সিএনজি ও মোটরসাইকেল চালকসহ ৮ জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন। চুয়াডাঙ্গার মুস্তাফিজুর রহমানকে ৫০০ টাকা, জেহালার রফিককে ২০০ টাকা, খাদিমপুরের আশিককে ২০০ টাকা, বড়গাংনীর সজলকে ২০০টাকা, চুয়াডাঙ্গার তরিকুলকে ২০০টাকা, মুন্সিগঞ্জের শহিদুলকে ২০০ টাকা, পৌর এলাকার আব্দুল হাকিমকে ২০০ টাকা, বাবলুকে ৫০০ টাকা মোট ২২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন।