আলমডাঙ্গায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া : সিসি ক্যামেরায় ফুটেজ দেখে ৯ জন আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৯ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের পর শহরের বিভিন্ন জায়গায় মহড়া দেয়ার সময় শাদা ব্রিজ এলাকা থেকে আলমডাঙ্গা থানা পুলিশ এদেরকে আটক করে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু যুবক সংঘবদ্ধ হয়ে দুপুরের পর থেকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়া শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা থানায় শহরের সিসি ক্যামেরার সার্ভার রুমে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেখতে পায়। এ সময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করেন। মহড়াকারী যুবকদল শাদা ব্রিজ এলাকায় পৌঁছুলে থানা পুলিশ হাউসপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ইমরান (১৮), একই গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে দিপু (২০), পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৯), একই গ্রামের রকিবুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২০), পৌর এলাকার বাবুপাড়ার মনিরুলের ছেলে সোহেল (১৯), এরশাদপুর গ্রামের দুলালের ছেলে সাইফুল ইসলাম (১৮), থানাপাড়ার সোহেল শেখের ছেলে লিংকন (১৯), ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের রফিক উদ্দিনের ছেলে আবির (১৮) ও মাধবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে উজ্জ্বলকে (২০) আটক করে। এ সময় আরও কয়েকজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা রামদা, হকস্টিক নিয়ে পালিয়ে যায়। পরে আটক ৯ জনকে থানায় নেয়া হয়। এ সংবাদ লেখা পর্যন্ত ৯ জনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিলো।