জয়ের কাছাকাছি অস্ট্রেলিয়া

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রিসবেন টেস্টে জয় দেখছে স্বাগতিক অস্ট্রেলিয়া। জয়ের জন্য বাকি দু দিনে পাকিস্তানের প্রয়োজন আরও ৪২০ রান। আর স্বাগতিক অস্ট্রেলিয়ার দরকার ৮ উইকেট। প্রথম ইনিংসে অসিদের ৪২৯ রানের জবাবে ১৪২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ইনিংস। এরপর ৫ উইকেটে ২০২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তানের সামনে ৪৯০ রানের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় অসিরা। সেই লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৭০ রান তুলেছে পাকিস্তান। ৮ উইকেটে ৯৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। লক্ষ্য ছিলো বাকি ২ উইকেটে আরও ১৩২ রান যোগ করে অন্তত ফলোঅন এড়ানো। কিন্তু তা সম্ভব হয়নি। মাত্র ১৪২ রানেই পাকিস্তানকে অলআউট করে দেয় অসিরা। ৩১ রান নিয়ে শুরু করে ৫৯ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। ৮ রান দিয়ে শুরু করে ২১ রানে থামেন মোহাম্মদ আমির। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও জ্যাকসন বার্ড ৩টি করে উইকেট নেন।