নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম মেম্বার প্রাথী লতিফ সরদার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড সদস্য পদ প্রার্থী আব্দুল লতিফ সরদার মোটরসাইকের দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতপরশু মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মোটরসাইকেলযোগে নিজ গ্রাম কুতুবপুরে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। গতকাল বুধবার তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। তার নির্বাচনী প্রতীক তালা।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনয়নের কুতুবপুর গ্রামের মৃত আবুল সরদারের ছেলে আব্দুল লতিফ সরদার জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড মেম্বার পদে একজন প্রতিদ্বন্দ্বী। গত মঙ্গলবার তিনি প্রচার-প্রচারণার কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে পৌঁছুলে কুকুর সামনে পড়ে। পক্ষান্তরে কেউ কেউ বলেছেন, তিনি সিঁন্দুরিয়ায় তার বন্ধুর বাড়ির উদ্দেশে রওনা হয়ে কুকুরের সামনে পড়েন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েন। গুরুতর আহত হন। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থা ক্রমশ অবনতির দিকে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। গতকালই তাকে সদর হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল আলম (টিউবওয়েল) মাহাবুবুর রহমান মোল্লা (হাতি) ও আব্দুল লতিফ সরদার (তালা)। দুর্ঘটনায় লতিফ সরদার আহত হয়ে এখন হাসপাতালে। অপর দুজন জোর প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।

Leave a comment