দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

 

দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে বাদল ম-ল (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার দৌলতখালী সর্দারপাড়া গ্রামের দবির ম-লের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সকাল ৯টার দিকে বাদল ম-ল মাংশ কেনার জন্য হোসেনাবাদ বাজারে  যাচ্ছিলেন। এ সময় কাঠের খড়ি বোঝাই (কুষ্টিয়া-ট-১১-১০৭৩) ট্রাকটি দৌলতপুর-প্রাগপুর সড়কের হোসেনাবাদ স্বাস্থ্যকেন্দ্রের সামনে বাদল ম-লকে চাপা দেয়। ঘটনা স্থলেই তিনি মারা যান। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। দৌলতপুর থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।