ছোট নোট বড় করে দচ্ছিি বলে ৩৪ হাজার টাকা নয়িে প্রতারক চম্পট

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় প্রবাসীর স্ত্রীর নিকট থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রবাসীর স্ত্রীর নিকট থেকে কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে উত্তোলনের পর ছোট নোট বদলে বড় নোট দেয়ার কথা বলে সটকে পড়ে প্রতারক। আলমডাঙ্গার হাটবোয়ালিয়া সোনালী ব্যাংকে গত ১২ ডিসেম্বর এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গার নগরবোয়ালিয়ার কুয়েত প্রবাসী আব্দুল লতিফ সম্প্রতি তার স্ত্রীর একাউন্টে কিছু টাকা পাঠান। গত সোমবার দুপুরে আব্দুল লতিফের স্ত্রী আকলিমা খাতুন হাটবোয়ালিয়া সোনালী ব্যাংকে টাকা তুলতে যান। তিনি ব্যাংকের কাউন্টার থেকে ৫৬ হাজার ৫শ টাকা গ্রহণ করে ব্যাংকের ভেতরই একপাশে গুণছিলেন। এমন সময় এক অপরিচিত ব্যক্তি তার কাছে গিয়ে বলেন, আপনার ছোট নোটগুলো পরিবর্তন করে (ভাঙ্গিয়ে) আমি বড় নোট দিচ্ছি। আপনার সুবিধা হবে। এমন প্রস্তাবে সহজ-সরল আকলিমা তার ৫৬ হাজার ৫শ টাকা অপরিচিত ব্যক্তির হাতে তুলে দেন। এ সময় অপরিচিত ওই ব্যক্তি আকলিমার ৫৬ হাজার ৫শ টাকা তার পকেটে তুলে আকলিমা খাতুনের হাতে ১৭টি একহাজার টাকার নোট, ৫শ টাকার ১০টা নোট ও ১শ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বলেন, একটু দাঁড়ান, আসছি। এরপর আর আসেনি। আকলিমা খাতুন ৩৪ হাজার টাকা খুইয়ে শেষে কান্নাকাটি করে বাড়ি ফেরেন। হাটবোয়ালিয়া সোনালী ব্যাংকে সিসিটিভি ক্যামেরা না থাকার সুযোগ নিয়ে প্রতারকচক্র সহজেই এখানে প্রতারণার ফাঁদ বিছিয়েছে বলে মন্তব্য করেছেন সচেতনমহল।