যে কোনো মূল্যে জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ করা হবে

চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটি সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। সভায় বক্তাগণ চুয়াডাঙ্গা জেলার সন্ত্রাস ও জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় দিক তুলে ধরা হয়। এছাড়াও বক্তারা অভিযোগ করেন আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রার্থীর সমর্থকগণ ভোট দেয়ার ছবি মোবাইলে তুলে দেখাতে হবে আবার ব্যালটের উল্টোপিঠে কলম দিয়ে নির্ধারিত চিহৃ দিয়ে আসার জন্য ভোটারদের চাপ সৃষ্টি করছে। এজন্য সুষ্ট ভোট অনুষ্ঠানের শঙ্কা দেখা দিয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যে কোনো মূল্যে জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠ করা হবে। ভোটাররা যাতে সুষ্ঠভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এজন্য ভোটারদের ভোটের বুথে মোবাইলফোন বহন নিষিদ্ধ ও কোন ব্যালট  পেপারে কলম দিয়ে কোন সংকেতিক চিহৃ বা দাগ থাকলে সেই ভোটটি বাতিল করা হবে। এছাড়াও ভোটের আগে প্রার্থী ও ভোট কেন্দ্রের দায়িক্তশীল কর্মকর্তাদের বৈঠক করে সকল প্রকার ব্যবস্থা নেয়া হবে।