স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা ডিসি অফিসের সামনের সড়কে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন- জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন। জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য দিলরুবা খুকু। আরও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার কার্যনির্বাহী সভার সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠানের মাঠ সমন্বয়ককারী ছুরুত জামাল। উপস্থাপনায় ছিলেন আক্তারুজ্জামান নাসির।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ। র্যালিতে অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি আলহাজ মোশারফ হোসেন, সিপিডি’র কো-অডিনেটর জন পি বিশ্বাস, নারীনেত্রী বেগম বদরুন নাহারসহ বিভিন্ন নারী উন্নয়ন সংস্থা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা শেষে নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে ফারহানা মমতাজ, খুরশিদা খাতুন, মর্জিনা খাতুন, আর্জিনা খাতুন ও লাল বানু এবং সদর উপজেলা পর্যায়ে আলফাতন নেছা, ফাইমা খাতুন, মর্জিনা খাতুন, রশিদা খাতুন ও লাল বানুকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করছে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নির্বাচিত ‘জয়িতা’ আনজিরা বেগম, খুরশিদা খাতুন, শাহানা ইসলাম শান্তনা, ফারহানা মমতাজ ও আনোয়ারা খাতুনকে ক্রেস্ট প্রদান করা হয়।