নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা ক্রিকেট টুর্নামেন্ট

 

স্টাফ রিপোর্টার: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনার আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এতে আইন বিভাগকে ৫৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে ব্যবসা প্রশাসন বিভাগ। গতকাল বুধবার বেলা আড়াইটায় বিভাগীয় কমিশনার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ আয়োজনে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম মরতুজা এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিজ হিসেবে খেলাধুলা করতে হবে, এতে তাদের শরীর ও মন ভালো থাকবে। এরপর ফিতা কেটে ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ প্রফেসর মো. ইব্রাহিম, ডেপুটি রেজিস্ট্রার মো. ইমদাদুল হক এবং দু বিভাগের বিভাগীয় প্রধান ও স্পোর্টস কমির্টির কনভেনর মির্জা আরিফুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনার আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে আইন বিভাগকে ৫৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে ব্যবসা প্রশাসন বিভাগ।

Leave a comment