সাকিবের শাস্তি

 

স্টাফ রিপোর্টার: ঘটনা খুলনা টাইটান্সের ইনিংসে প্রথম ওভারেই। পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে আউটের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। বোলার আবু জায়েদ রাহি ভয়ঙ্করভাবে দীর্ঘক্ষণ ধরে আবেদন করতে থাকেন। এরপর সেখানে যোগ দেন সাকিব আল হাসান। তিনি আঙুল তুলে আপত্তিকর কিছু বলেন আম্পায়ারকে। এই ঘটনায় রাহি পার পেয়ে গেলেও সাকিব আল হাসানকে পেতে হয়েছে শাস্তি। ম্যাচশেষে রেফারি রকিবুল হাসানের কাছে এই ঘটনার রিপোর্ট করেন দু আম্পায়ার। ফলে সাকিব দোষ স্বীকার করায় তাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। এ ছাড়া সাকিবের খাতায় ২টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এই ঘটনার আলাদা করে শুনানি দরকার হয়নি। কারণ ম্যাচ রেফারির কারণে দোষ স্বীকার করেছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।