ঝিনাইদহের কালীগঞ্জে সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিসার্স ক্লাবের সভাপতি ও কালীগঞ্জের সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আইনাল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচএম আশরাফুল আরেফিন, মৎস কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা প্রমুখ। উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন পদোন্নতিজনিত কারণে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী হয়েছেন বলে জানা গেছে।