ঝিনাইদহে হানাদার মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনাসভা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৬ ডিসেম্বর পাক হানাদার ও তাদের এদেশের দোসরদের হটিয়ে ঝিনাইদহকে শত্রুমুক্ত করে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা ও জনতা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এসব কর্মসূচির আয়োজন করেন। র‌্যালিতে জেলার ৬টি উপজেলা থেকে উপজেলা কমান্ডার, ইউনিট কমান্ডার, সহকারী কমান্ডারসহ মুক্তিযোদ্ধা ও জনতা অংশ নেয়। সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহসভাপতি অ্যাড, আজিজুর রহমানসহ অনেকে। আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীরা মুক্তিযোদ্ধাদের নিয়ে সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, পাকিস্তানি সৈন্যদের সাথে যুদ্ধ হয় মুক্তিযোদ্ধাদের। উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে ছিলো বিষয়খালী যুদ্ধ, গাড়াগঞ্জ যুদ্ধ, শৈলকুপা থানা আক্রমণ, কামান্না, আলফাপুর ও আবাইপুরের যুদ্ধ। এসব যুদ্ধে ১ থেকে ১৬ এপ্রিল বিষয়খালী যুদ্ধে ৩৫, ১৪ অক্টোবর আবাইপুর যুদ্ধে ৪১, ২৬ নভেম্বর কামান্না যুদ্ধে ২৭ জনসহ ঝিনাইদহ জেলায় ২৭৬ মুক্তিযোদ্ধা শহীদ হন।