জীবননগর পৌরসভায় অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: আগামী ১০ ডিসেম্বার সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জীবননগর পৌরসভা হলরুমে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন পৌর সচিব জায়েদ হোসেন, পৌর কাউন্সিলার আবুল কাশেম, খন্দকার আলী আজম, আতিয়ার রহমান, আপিল মাহমুদ, মহিলা কাউন্সিলার রিজিয়া খাতুন, মাহফুজা খাতুন বিউটি, পরিছন বেগম ও ভারপ্রাপ্ত সেনেটারি ইন্সপেক্টর জামাল হোসেন। ভারপ্রাপ্ত পৌর হিসাবরক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় জানানো হয়, এ বছর জীবননগর পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৫শ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানা হবে এবং ১ থেকে ৫৯ মাস পর্যন্ত ২ হাজার ৫শ শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পৌর সভার ৩০টি কেন্দ্রে এ কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে।

 

Leave a comment