চুয়াডাঙ্গা বিজিবির মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ একজন আটক

 

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা থেকে ফেনসিডিলসহ সাইফুল নামের অভিযুক্ত মাদককারবারীকে আটক করেছে। সাইফুলের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের নায়েব সুবেদার ইসমাইল হোসেন ও নায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদা চৌরাস্তার মোড় নামক স্থানে। এ সময় বিজিবি সদস্যরা ইঞ্জিনচালিত নসিমনের গতিরোধ করে আটক করেছে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লাহ গ্রামের বদরুদ্দিনের ছেলে সাইফুলকে (২৮)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে সাইফুলের নসিমন তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯৯ বোতল ফেনসিডিল। এ ঘটনায় নায়েব সুবেদার ইসমাইল হোসেন বাদি হয়ে গতকালই সাইফুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ভোরে দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ঝাঁজাডাঙ্গা বাবলাতলা নামকস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন ১৫০ বোতল ফেনসিডিল। সোমবার রাত ৩টার দিকে দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার হাবিবুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ছোট বলদিয়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন ৭২ বোতল ফেনসিডিল ও ১০ বোতল ভারতীয় মদ।