দামুড়হুদায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের পোশাকে নোংড়া লাগিয়ে প্রতারণা : ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ প্রতরাকচক্র

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সংঘবদ্ধ প্রতারকচক্র চক্র অভিনব কায়দায় এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভদ্রবেশী ওই সংঘবদ্ধ প্রতারকচক্র কলেজ শিক্ষকের পকেট থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে।

ঘটনার বিবরণে জানা গেছে, দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: আব্দুল হামিদ (৮০) গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা সোনালী ব্যাংক থেকে পেনশনের ১০ হাজার টাকা তোলেন। টাকা তোলার পর ব্যাংক থেকে নেমে দামুড়হুদা উপজেলা পরিষদ মসজিদ সংলগ্ন মুক্তা ফটোস্ট্যার্টের সামনে পৌঁছুলে ৪ প্রতারক শিক্ষকের পাঞ্জাবিতে কৌশলে ময়লা লাগিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর তারা ওই শিক্ষককে বলে আপনার পাঞ্জাবিতে ময়লা লেগে গেছে। চলেন আমরা পরিষ্কার করে দিচ্ছি। এ কথা বলার পর ওই ৪ প্রতারক শিক্ষককে উপজেলা মসজিদের টিউবওয়েলের কাছে নিয়ে যায় এবং কৌশলে তার পাঞ্জাবির পকেটে থাকা ব্যাংক থেকে তোলা পেনশনের ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে।