দামুড়হুদার কার্পাসডাঙ্গা খ্রিষ্টান পল্লী থেকে শিবিরের ৪ নেতাকর্মী আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা খ্রিষ্টান মিশনপাড়ায় ক্যাথোলিক গ্রির্জায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ৪ যুবককে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন আটক করে পুলিশে দিয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে সন্দেহভাজন হিসেবে ওই ৪ জনকে আটক করা হয়। আটককৃত হলো দামুড়হুদা উপেজলার কুড়ুলগাছি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু হুরায়রা (১৮), একই গ্রামের শরীফ উদ্দিনের ছেলে বাহাউদ্দিন (১৮), সিদ্দিকুর রহমানের ছেলে সাজেদুল ইসলাম (১৯) এবং গোবিন্দপুর গ্রামের পিয়ার মোল্লার ছেলে রাজিব মোল্লা (১৭)। কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ রাতেই তাদেরকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, আটককৃতরা গতকাল সন্ধ্যার সময় কার্পাসডাঙ্গা খ্রিষ্টানপল্লীতে ঘোরাঘুরি করছিলো। মহল্লার লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে। তাদের নাম ঠিকানা জানতে চাইলে তারা লোকজনের কাছে মিথ্যা তথ্য দেয়। মহল্লাবাসী শেষমেষ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই ৪ যুবক খুলনা এবং যশোরের বিভিন্ন মাদরাসায় লেখাপড়া করে। খ্রিষ্টান পল্লীতে ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। তারা সকলেই জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।