জীবননগর-চ্যাংখালী সড়কে দু আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত : আহত ৩

 

জীবননগর ব্যুরো: জীবননগর-চ্যাংখালী সড়কের গোয়ালপাড়া ইটভাটার নিকট দু আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ভাদু বিবি (৫৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন আলমসাধু যাত্রী। এদের মধ্যে শাসুন্নাহারের (৪০) অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু জন টেনা মিয়া (৪০) ও সোনা বিশ্বাসকে (৪৫) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত ও নিহত সকলেই দু আলমসাধুর যাত্রী বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম হাসপাতালে ছুটে যান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরের দিকে জীবননগর থেকে হরিহরনগরগামী একটি ও হরিহরনগর থেকে অপর একটি আলমসাধু যাত্রী বোঝাই করে জীবননগরে আসছিলো। উভয় যাত্রী বোঝাই আলমসাধু বেপরোয়া গতিতে চালানোকালে গোয়ালপাড়া ইটভাটার সন্নিকটে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় হরিহরনগর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী ভাদু বিবি ঘটনাস্থলেই নিহত হন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনা আফরিন লিয়া জানান, ভাদু বিবিকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে। অন্যদিকে মেদিনীপুরের ওয়াজ নবীর স্ত্রী শামসুন্নাহারের দুটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দু আহত হরিহরনগর গ্রামের কাশেম মিয়ার ছেলে টেনা মিয়া ও আখের বিশ্বাসের ছেলে সোনা বিশ্বাসকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। সীমান্ত ইউপি সদস্য মো. আব্দুল্লাহ ও আব্দুল কাদের জানিয়েছেন, নিহত ভাদু বিবির একমাত্র ছেলে ভারতে থাকে। হরিহরনগর গ্রামে তিনি একাই বসবাস করতেন।

Leave a comment