চুয়াডাঙ্গার হিজলগাড়িতে চাঁদাবাজ ধরতে গিয়ে ৫ মাতালকে পাকড়াও করেছে গোয়েন্দা পুলিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ হিজলগাড়ি বাজার এলাকায় চাঁদাবাজ ধরতে বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজ ধরতে না পারলেও আস্তানা থেকে ৫ নেশাখোরকে গ্রেফতার করেছে। আজ সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সম্প্রতি চুয়াডাঙ্গা জেলায় মোবাইলফোনে চাঁদাদাবি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছে একটি চক্র। মোবাইলফোন ট্র্যাকিং করে বেশকিছু চাঁদাবাজকে শনাক্ত করেছে পুলিশ। তেমনি জনৈক এক চাঁদাবাজকে ধরতে গতকাল রোববার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিয়ান চালান হিজলগাড়ি বাজার এলাকায়। মোবাইলফেনের লোকেশন ট্রাকিং করে পৌঁছায় হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি খেজুরবাগানে। এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নেশা গ্রস্ত অবস্থায় গ্রেফতার করেন মান্দার মণ্ডলের ছেলে গনি, মকবুল হোসেনের ছেলে মহিদুল, বিশারতের ছেলে শহিদুল ইসলাম, আবুল হোসেনের ছেলে শহিদুল ও টিপু নামের একজনকে। পুলিশ গ্রেফতারকৃতদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। আজ সোমবার গ্রেফতারকৃতদের ৩৪ ধারায় আদালতে সোপর্দ করবে বলে পুলিশ জানায়।