অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর : তদন্তের দাবি জানিয়ে পরিবারের সংবাদ সম্মেলন

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রশাসনিক ও জুডিসিয়াল তদন্তের দাবি করে আলমডাঙ্গার তিওরবিলা গ্রামের হতদরিদ্র দিনমজুর রস্তমের মা ও স্ত্রী সংবাদ সম্মেলন করেছে। র‍্যাব কর্তৃক ঘর থেকে রাতে ডেকে তুলে নিয়ে যাওয়ার ৮ দিন পর অস্ত্র-গুলিসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তরের ঘটনায় গতকাল শনিবার এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, গত ২৩ নভেম্বর রাত ৩টার দিকে ১২/১৩ জনের র‍্যাবের টিম ঘুমক থেকে রস্তমকে তুলে নিয়ে যায়। সে সময় রস্তমের বড় ভাইয়ের ছেলে এসএসসি পরীক্ষার্থী কাজল রানা তাদের গায়ের পোষাকে র‍্যাব লেখা দেখেছে। ঘটনার পর সকালে তারা আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা ডিবি পুলিশ, জেলহাজতে খোঁজ করেও কোথাও পায়নি। ঝিনাইদহ র‍্যাব অফিসে গেলে তারা কোন কথায় শুনতে চায়নি। শুধু বলেছে, থানায় এ ব্যাপারে জিডি থাকলে নিয়ে গেলে ব্যবস্থা নেবেন। নিরুপায় হয়ে রস্তমের পরিবার গত শুক্রবার আলমডাঙ্গা প্রেসক্লাবে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করে। পরের দিন গত শুক্রবার রস্তমকে র‍্যাব কর্তৃক অস্ত্র ও গুলিসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে। তারা দাবি করেছে, চুয়াডাঙ্গা জাফরপুরের নিকটবর্তী মাঠ থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনিক ও জুডিসিয়াল তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন। গত শনিবার দুপুরে রস্তমের মা ঠেকারী খাতুন ও স্ত্রী মরিয়ম খাতুন এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।