গাজীপুরে ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: গাজীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুরের ট্রাফিক পুলিশ একটি ট্রাক থেকে ওই ফেনসিডিল গুলি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ট্রাকের চালক আজাহার হোসেন আজাদকে (২৮) আটক করা হয়েছে। তার বাড়ি যশোরের ঝিকরগাঝায়। পিতার নাম দেলোয়ার হোসেন।
গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি মো. সাখাওয়াৎ হোসেন জানান, রাত ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট মারুফ টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ট্রাক (পাবনা-ট-০২-০০৮৩) কে থামার জন্য সিগন্যাল দেন। ট্রাকটি থামার পর ওই সার্জেন্ট ট্রাকের দিকে এগিয়ে গেলে তাকে ১০ হাজার টাকা উৎকোচ দেয়ার চেষ্টা করা হয়। পরে ঘটনাটি সন্দেহজনক মনে হলে সার্জেন্ট ট্রাকের ওপরে উঠে ত্রিপল উল্টালে এর নীচে ১০টি বস্তা ও একটি কার্টনে বিপুল পরিমান ফেনসিডিল দেখতে পান। এ সময় ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পুলিশ ট্রাকটি জব্ধ করেছে। আটককৃত ট্রাকচালক আজাহার হোসেনের বরাত দিয়ে তিনি জানান, ট্রাকে ১ হাজার ৮শ বোতল ফেনসিডিল বহন করছিলো চালক।