মিয়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ওলামা পরিষদের মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: মিয়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যা, শিশু ও নারীদের ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা ওলামা পরিষদ। কর্মসূচিতে সংগঠনের সভাপতি মুফতি জুনায়েত আল হাবিবী, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল ও অন্যান্য নেতৃবৃন্দসহ মাদরাসার অসংখ্য শিক্ষার্থী মুসলিম রোহিঙ্গাদের প্রতি নির্যাতন বিরোধী প্ল্যা কার্ড হাতে নিয়ে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, মুসলমানদের প্রতি এমন পাশবিক নির্যাতন বন্ধ করতে হবে। মিয়ানমারে ঘটা এমন ঘটনা মুসলিম বিশ্বে বিরল। মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের ধিক্কার জানিয়ে বক্তারা আরও বলেন, মুসলিম রোহিঙ্গারা আমাদের ভাই-বোন। তাদের ওপর যারা বর্বর নির্যাতন চালাচ্ছে তারা কখনও মানুষের কাতারে পড়ে না। তাদের প্রতি সহানুভূতি দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।