আলমডাঙ্গা তিয়রবিলার দিনমজুর রস্তনের খোঁজ পেতে সংবাদ সম্মেলন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার তিয়রবিলার দিনমজুর রস্তনের খোঁজ পেতে সংবাদ সম্মেলন করেছে উদ্বিগ্ন পরিবার। আইনশৃঙ্খলা বাহিনির পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া রস্তনের মা ঠেকারী খাতুন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

পঠিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, গত ২৩ নভেম্বর গভীর রাতে র‍্যাব পরিচয় দিয়ে তার ঘুমন্ত ছেলে রস্তনকে তুলে নিয়ে যাওয়া হয়। যারা তুলে নিয়ে গেছে তাদের শরীরে র‍্যাব লেখা কালো পোশাক ছিলো। পরদিন ঝিনাইদাহ র‍্যাব ক্যাম্প, আলমডাঙ্গা থানা ও চুয়াডাঙ্গা ডিবি অফিসে খোঁজ করেও রস্তনের হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় জিডি করতে গেলেও পুলিশ জিডি নিচ্ছে না বলে অভিযোগ করা হয়। এমতাবস্থায়, তিনি ছেলে খুঁজে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের জিয়াউর রহমানকে রাতে পানবরোজ পাহারা দেয়ার সময় একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমানের ভাই গত বুধবার সংবাদ সম্মেলন করেন।