আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ৩ হেরোইনখোরকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১০ পুরিয়া হেরোইন।
জানা গেছে, গত বুধবার রাতে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ ৩ হেরোইনখোরকে আটক করেছে। এরা হলো চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশের বস্তির ইব্রাহিম আলী ওরফে ভেদার ছেলে আব্দুল কাদের (২৬), আলমডাঙ্গার হারদী গ্রামের ছনে মোল্লার ছেলে হেরোইনখোর ও চিহ্নিত মাদকব্যবসায়ী সুইট (৪৭) ও গাংনী উপজেলার আমতৈল গ্রামের মৃত শাখাওয়াত মেম্বারের ছেলে লিটন আলী (২৫)। আটক আব্দুল কাদের ও সুইটের নিকট থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার হয়। গতকাল তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।