চুয়াডাঙ্গার হরিশপুরে বসতবাড়িতে আগুন : জনমনে নানা প্রশ্ন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের হরিশপুর গ্রামের মিজানুরের বসতঘরে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের মালমাল পুড়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিক মিজানুর প্রতিপক্ষ দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সোমবার রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর দক্ষিপাড়ার সোবারেকের ছেলে মিজানুরের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুণ দেখে প্রতিবেশীরা এসে সে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততোখনে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ঘটনায় মিজানুর বাদি হয়ে একই গ্রামের জুলহাস ও তার ছেলে তোতা মিয়ার নামে চুয়াডাঙ্গা সদর থানায় ঘরে আগুন লাগানোর অভিযোগ তুলে মামলা করেন। এ বিষয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মাসনুন আলম বলেন, থানা থেকে বিষয়টি আমাকে দেখার জন্য বলা হয়েছে। সরেজমিনে তদন্ত করে কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে জুলহাস জানায়, বছর দুয়েক আগে সোবারক ড্রাইভার ও তার লোকজন আমার ভাই রাজ্জাককে পিটিয়ে হত্যা করে। বিষয়টি ততকালীন পুলিশ সুপার রাশিদুল হাসান মামলাটি চুয়াডাঙ্গা সিআইডি পুলিশের মাধ্যমে তদন্ত করেন। সে মামলায় সোবারক জেলহাজতেও যায়। তারি জের ধরে নিজের ঘরে আগুন লাগিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করার চক্রান্ত ছাড়া আর কিছুই না। পুলিশ প্রকৃত তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে।