এবার নেপালকে লজ্জায় ডোবালো বাংলাদেশ

Bangladesh's Fahima Khatun, right, celebrates with teammate Rumana Ahmed the dismissal of India's Smriti Mandhana during their ICC Women's Twenty20 2016 Cricket World Cup match in Bangalore, India, Tuesday, March 15, 2016. (AP Photo/Aijaz Rahi)

 

মাথাভাঙ্গা মনিটর: কুড়ি ওভারের এশিয়া কাপ মহিলা ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে শুধু ৬৪ রানের বড় ব্যবধানেই হারেইনি, সর্বনিম্ন ৫৪ রানে অলআউট হওয়ার লজ্জায়ও ডুবেছিল বাংলাদেশের মেয়েরা। এরপরই ঘুরে দাঁড়ায় রুমানারা। পরের ম্যাচে নিজেদের লজ্জা ঢেকে দেয় স্বাগতিক থাইল্যান্ডকে ৫৩ রানে অলআউট করে। ম্যাচ জিতেছিলো ৩৫ রানে। গতকাল মঙ্গলবার আরো সর্বনিম্ন রানের লজ্জায় ফেলেছে নেপালকে। অলআউট করেছে মাত্র ৪১ রানে। একই সঙ্গে নিজেদের ব্যাটিংয়েরও উন্নতি ঘটিয়েছে।

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ম্যাচ জিতে নেয় ৯২ রানের বড় ব্যবধানে। রানের ব্যবধানে এটি অষ্টম ও বাংলাদেশের সবচেয়ে বড় জয়। যার ফলে ৩ ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সবার ওপরে আছে ভারত, ৩ ম্যাচের সব ক’টিতে জিতে। বাংলাদেশ আজ বুধবার খেলবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। ফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের পয়েন্টও ৩ ম্যাচে ৪। তাদের অবস্থান বাংলাদেশের পরেই।