ইংল্যান্ডকে সহজেই হারালো ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: সফরকারী ইংল্যান্ডকে সহজে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল বিরাট কোহলি বাহিনী। গতকাল মঙ্গলবার মোহালি টেস্টের চতুর্থ দিনে ভারতের বিশাল ব্যাটিং লাইনআপের সামনে মোটে ১০৩ রানের টার্গেট দিতে পারলো ইংল্যান্ড। যা ২ উইকেট হারিয়েই টপকে যায় ভারত। এদিন স্বল্প টার্গেটের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই অবশ্য মুরালি বিজয়ের উইকেট হারায় স্বাগতিকরা। শূন্য রানে তাকে ফেরান ক্রিস ওকস। আর দলীয় ৮৮ রানে চেতশ্বর পুজারাকে আউট করেন আদিল রশিদ। দ্বিতীয় ইনিংসে ইংলিশ বোলারদের সাফল্য বলতে অতোটুকুই। বাকিটা শধুই ভারতের। হেসে-খেলেই জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি স্টাইলে হাফসেঞ্চুরি করেন ওপেনার পার্থিব প্যাটেল। ৫৪ বলে এগারোটি চার ও এক ছয়ে ৬৭ রান করেন ছোটখাটো এই উইকেটকিপার ব্যাটসম্যান। আর ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দলপতি বিরাট কোহলি।

এর আগে সোমবার ৭৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে আর মাত্র ১৫৮ রান যোগ করতে পারে। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন জো রুট। আর ৫৯ রান করে অপরাজিত থাকেন আঙ্গুলে চোটের কারণে আট নম্বরে ব্যাটিংয়ে নামা তরুণ হাসিব হামিদ। তিনি শেষ দিকে ক্রিস ওকসকে নিয়ে কিছুটা লড়াই করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত। ওকস ৩০ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। আর ২টি করে উইকেট তুলে নেন মোহাম্মদ শামি, রবিন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব। অবশ্য অলরাউণ্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন রবিন্দ্র জাদেজা (দুই ইনিংসে ৪ উইকেট ও এক ইনিংসে ৯০ রান)। দু দলের মধ্যকার সিরিজের চতুর্থ টেস্টটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে ৮ ডিসেম্বর থেকে।