মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন

 

 

মেহেরপর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ৮টিতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদ বিজয়ী হয়েছে। নির্বাচনে মোট ১২০ জন ভোটারের মধ্যে ১০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী অ্যাড. মোখলেছুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাড. শহিদুল ইসলাম পেয়েছেন ৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী অ্যাড. একেএম আছাদুজ্জামান ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. আসাদুল আযম খোকন পেয়েছেন ৪৯ ভোট। সহসভাপতি পদে আওয়ামী লীগের অ্যাড. শহজাহান আলী ৫৫ ভোট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. রফিকুল ইসলাম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. আফরোজা বেগম ফাতেমা পেয়েছেন ৪৯ ভোট ও আওয়ামী লীগের অ্যাড. নজরুল ইসলাম ৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে এএসএম সাইদুর রাজ্জাক ৫৬ ভোট ও আওয়ামী লীগের গোলাম মোস্তফা (৫২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অ্যাড. মোশারফ হোসেন ৫০ ভোট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. আরিফুজ্জামান ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কোষাদক্ষ পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. রফিকুল ইসলাম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাড. রফিকুজ্জামান বাবু ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. এএসএমএম হাসানুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাড. সাইফুল ইসলাম ৪২ ভোট পেয়েছেন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের অ্যাড. নাজমুল হুদা ৫৫ ভোট, অ্যাড. রুৎ শোভা মণ্ডল ৫৬ ভোট, অ্যাড. রাশেদুল হক (জুয়েল) ৫১ ভোট, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন (রাসেল) ৫২ ভোট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. রহমতুল্লাহ (৫৪) ভোট, অ্যাড. ইলিয়াচ কাঞ্চন (রনি) ৫৫ ভোট ও অ্যাড. এহান উদ্দীন মনা (৫২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।