মেহেরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মেহেরপর অফিস: আকাশ সংস্কৃতি আর তথ্য প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ খেলাধুলা। এখন আর তেমন দেখা যায় না নৌকা বাইচ প্রতিযোগিতা। তরুণদের কাছে পরিচিতি করার জন্য হারিয়ে যেতে বসা নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে গেলো মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া বিলে। গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার ১২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম হয়েছে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আমিনুল ইসলাম ও তার দল। ২য় হয়েছে একই উপজেলার গৌরীনগর গ্রামের জামিরুল ইসলাম ও তার দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মেহেরপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ আব্দুল মহিদ, মৎস্য চাষি নেতা খামশেদ আলী, ব্যবসায়ী তরিকুল মণ্ডল প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রুহুল আমিন। খেলা দেখতে বিলের পাড়ে ভিড় জমায় হাজারো মানুষ। এই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করে মেহেরপুর জেলা মৎস্য চাষি ও মৎস্য ব্যবসায়ী সমিতি।