দর্শনায় আখের মূল্য বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে আখচাষিদের বিক্ষোভ সমাবেশ

 

দর্শনা অফিস: আখের মুল্য বৃদ্ধি, বকেয়া টাকা পরিশোধ করতে হবে, সেই সাথে ই পূর্জি ব্যবস্থা বাতিল এবং শিওর ক্যাশের মাধ্যমে আখ বিক্রির টাকা প্রদান না করার দাবিতে দর্শনায় বিক্ষোভ সমাবেশ করেছে আখচাষিরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কেরুজ চিনিকল চত্বরে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নান। বক্তব্য রাখেন আখচাষি কল্যাণ সংস্থার উপদেষ্টা হাজি আকমত আলী, শহিদুল ইসলাম, হুমায়ন আহম্মেদ, জাকির চৌধুরী, নিজাম উদ্দীন, ওমার আলী, আব্দুল বারী, আমির আলী, ফরিদ উদ্দিন, আব্দুল কাদের, মিল্টন, আওয়াল, মমিনুল, কলিমুদ্দিন, আশাদুল, শাজাহান, হাবিবুর রহমান, আমজাদ হোসেন প্রমুখ। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার  মধ্যে চাষিদের ঢলতা কর্তনের পাওনার ১৬ লাখ টাকা পরিশোধ করতে হবে। সেই সাথে চলতি মাড়াই মরসুমে আখের মূল্য বাড়াতে হবে, বাতিল করতে হবে ই পুর্জি ব্যবস্থা। চাষিদের আখ বিক্রির টাকা শিওর ক্যাশে নয়, নগদে মিলস গেইট থেকেই পরিশোধ করতে হবে। অন্যথায় আগামী এ মাড়াই মরসুমের শুরু থেকে আখ সরবরাহ বন্ধ করে দেবো চাষিরা।

Leave a comment