ট্রাম্পের মন্ত্রিসভায় কোটিপতি নারী

ট্রাম্পের মন্ত্রিসভায় কোটিপতি নারী

মাথাভাঙ্গা মনিটর: কোটিপতি এক নারীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেটসি দেভোস (৫৮) নামের এই নারী হতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। এ পর্যন্ত ট্রাম্প প্রশাসনে নির্বাচিত ব্যক্তিদের বেশির ভাগই পুরুষ। এর আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হেলিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করেন ট্রাম্প। রয়টার্fb6041f93331607ce3acc36e114124cd-bretsyসের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল বুধবার তিনি বেটসি দেভোসের নাম ঘোষণা করেন। দেভোস কোটিপতি। তিনি মিশিগান রিপাবলিকান পার্টির সাবেক সভাপতি। যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন শিক্ষাব্যবস্থায় তার যথেষ্ট ভূমিকা রয়েছে। ট্রাম্প বলেন, ‘দেভোস শিক্ষাব্যবস্থার আমলাতান্ত্রিক পদ্ধতি ভেঙে দিয়েছেন। এটি আমাদের শিশুদের পেছনে নিয়ে যাচ্ছিলো।’ দেভোস আমেরিকান ফেডারেশন ফর চিলড্রেন অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি। যুক্তরাষ্ট্রের শিক্ষকদের সংগঠন ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন (এনইএ) দেভোসকে শিক্ষামন্ত্রী নির্বাচিত করায় নিন্দা জানিয়েছেন। এনইএর প্রেসিডেন্ট লিলি এসকেলসেন গার্সিয়া বলেন, তিনি শিক্ষাব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানা থেকে ব্যক্তিমালিকানাধীন করে ফেলেছেন। তিনি রিপাবলিকান পার্টির আর্থিক সহায়তাকারী বলেও সমালোচনা রয়েছে।

চীনে বিদ্যুত কেন্দ্রে ধসে নিহত ৪০

মাথাভাঙ্গা মনিটর: চীনে একটি বিদ্যুত কেন্দ্রে প্ল্যাটফর্ম ধসে অন্তত ৪০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির জিয়াংজি প্রদেশের ফেংচেংয়ে অবস্থিত একটি বিদ্যুত কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুত কেন্দ্রে ‘কুলিং টাওয়ার’ নির্মাণ করা হচ্ছিলো। চীনের সিনহুয়া সংবাদ সংস্থার খবরে বলা হয়, ধসের ঘটনায় বেশ কিছু মানুষ এখনো আটকে আছে। তাই নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার সময় নির্মাণস্থানে মোট ৬৮ জন লোক ছিলো। প্রদেশটির ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার অভিযানে ৩২টি ফায়ার ট্রাক ও ২১২ জন সেনা নিয়োজিত করা হয়েছে। চীনা গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে লোহার পাইপ ও সিমেন্টের তৈরি নির্মাণসামগ্রী পড়ে আছে।