মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড.আব্দুল মালেক গাজী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, ঝিনাইদহ জেলা আ.লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, মহেশপুর থানার সেকেন্ড অফিসার এসআই ফরিদ হোসেন, মহেশপুর শাখার সোনালী ব্যাংক ম্যানেজার হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বানু প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।