নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

 

মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিরিজটি আগামী মাসে অনুষ্ঠিত হবে। দলে নতুন মুখ ব্যাটিং অলরাউন্ডার হিল্টন কার্টরাইট। এছাড়া দলে ফিরিয়ে আনা হয়েছে পেসার প্যাট কামিন্স ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। ২৪ বছর বয়সী কার্টরাইট, এখন পর্যন্ত ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৭৩৮ রান করেছেন তিনি। বল হাতে ১২ উইকেটও শিকার করেছেন তিনি। এছাড়া এক বছরেরও বেশি সময় পর আবারো ওয়ানডে দলে ফিরেছেন কামিন্স। সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন তিনি। দলে ফিরেছেন ম্যাক্সওয়েলও। অস্ট্রেলিয়ার সর্বশেষ তিন সিরিজের স্কোয়াডে ছিলেন না তিনি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্সে আবারো দলে ফিরলেন ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৪ ডিসেম্বর। সিডনিতে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ৬ ও ৯ ডিসেম্বর। অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, জর্জ বেইলি, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, হিল্টন কার্টরাইট, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও এডাম জাম্পা।