স্টাফ রিপোর্টার: দামুড়হুদা ফুলবাড়ী বিজিবি ক্যাম্প টহলকমান্ডার হাবিলদার আলাউদ্দিনের বিরুদ্ধে ২ মহিলাকে মারধরসহ জোরপূর্বক শ্লীলতাহানি ও ব্যাপক গালিগালাজসহ কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত শক্রবার সকাল ৯টার দিকে চলন্ত ভ্যান থামিয়ে দুই মহিলাকে ক্যাম্পের সামনে দাঁড় করায় ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন। একজন মহিলা হলেন ফুলবাড়ী গ্রামের মাঠপাড়ার নকুলের স্ত্রী খোয়াড়ী ও অন্যজন ভারতের নলুয়াপাড়ার মাজুর মেয়ে সেনে বলে জানা গেছে। এ সময় ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন ভারতীয় মহিলার পরিচয় জানতে পেরে বাংলাদেশের প্রবেশের কারণ জানতে চেয়ে ব্যাপক গালিগালাজ শুরু করেন।
ঘটনার প্রতক্ষদর্শী মহিলা ফুলবাড়ীর খোয়ারী বলেন, ক্যাম্প কমান্ডার আলাউদ্দিনে আমাকেসহ সেনেকে কয়েকটা বাড়ি মারে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেনেকে কুপ্রস্তাব দেয়। পরে জোরপূর্বক টানতে টানতে সেনেকে ক্যাম্পের ভেতরে নিয়ে যেতে চায় কিন্তু পরে না নিয়ে ছেড়ে দেয়। আর অকথ্য ভাষায় গালাগালি করে। বর্তমানে ফুলবাড়ী সীমান্তে জনগণের মধ্য এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে ক্যাম্প কমান্ডার আলাউদ্দীনের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে ফুলবাড়ী ক্যাম্পে আমাদের এ প্রতিবেদকসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক গেলে ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন ক্যাম্পে নেই বাইরে আছে বলে জানানো হয়।
এলাকাবাসীর কয়েকজন না প্রকাশ করার শর্তে জানান, ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন সীমান্তে বেপরোয়া। বৃদ্ধদের সাথেও তিনি খারাপ আচরণ করেন। তার ভয়ে সীমান্তে কেউ মুখ খোলার সাহস পান না। সীমান্তে বিভিন্ন চোরাচালানী মালের সোর্সের মাধ্যমে টাকা আদায়ে ব্যস্ত থাকেন ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন। ক্যাম্প কমান্ডার আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য চুয়াডাঙ্গা বিজিবির পরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।