যারা দলীয় কর্মকাণ্ডে থাকবে না দলে তাদের জায়গা নেই

 

গাংনী প্রতিনিধি: দলীয় কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত নয় এমন লোক আর বেশি দিন দলের পদ ধরে থাকতে পারবে না বলে সতর্ক করলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গতকাল রোববার রাতে মেহেরপুর গাংনী পৌর আওয়ামী লীগের সভায় তিনি তৃণমূলকে আরও শক্তিশালী করার দিক নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, কেন্দ্রীয় কাউন্সিল থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বেঈমানদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। কোনো ব্যক্তি কিংবা গ্রুপের কাছে আওয়ামী লীগ জিম্মি নয় উল্লেখ করে তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের অপচেষ্টা সফল হবে না। দলের নীতি আদর্শ ও গঠনতন্ত্র না মানতে পারলে তার আওয়ামী লীগ দল করার দরকার নেই। ব্যক্তি যতোই শক্তিশালী হোক দলের চেয়ে বড় নয়। কোনো ব্যক্তি কিংবা গোষ্টি না থাকলেও দলের জায়গায় দল থাকবে।

পৌর আওয়ামী লীগের মাসিক সভায় সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু। বক্তব্য রাখেন পৌর আ.লীগ সহ সভাপতি আক্তারুজ্জামান অল্ডাম, আব্দুল মান্নান, যুগ্মসম্পাদক জাকির হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম শফি, প্রচার সম্পাদক শাহীনুজ্জামানসহ পৌরসভার সকল ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

 

 

Leave a comment