অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত : পৃথক তদন্ত কমিটি গঠন

দামুড়হুদায় স্কুল শিক্ষক কর্তৃক দু ছাত্রকে রক্তাক্ত জখমের ঘটনায় ছাত্র ছাত্রীদের ক্লাস বর্জন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির দু ছাত্র মনিরুল ও জাকিরুলকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করেছে। গতকাল রোববার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অভিযুক্ত শিক্ষক কুতুব উদ্দীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ সোমবার সকাল ১০টায় স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়েছে। এদিকে গতকাল দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এক জরুরি বৈঠক করেছে। বৈঠকে অভিযুক্ত শিক্ষক কুতুব উদ্দীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এছাড়া নির্যাতনের শিকার ওই দু ছাত্রের পিতা মজিবর রহমানসহ বেশ কয়েকজন অভিভাবক গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো. নূরুল হাফিজ লিখিত অভিযোগ পেয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামানকে আহ্বায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালকে সদস্য করে গঠিত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, তদন্তে ওই শিক্ষক দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কুতুব উদ্দীন ৯ম শ্রেণিতে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নেয়াকালিন ক্লাসের দু ছাত্র মনিরুল ও জাকিরুলকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে। মারপিটের এক পর্যায়ে রক্তাক্ত জখম দু ছাত্র জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্কুলের অন্যান্য ছাত্ররা এগিয়ে আসে তাদেরকে কলের পাড়ে নিয়ে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে) নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকার নিন্দার ঝড় উঠে এবং অভিভাবকমহল অভিযুক্ত শিক্ষক কুতুব উদ্দীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।