চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউট জেলা রোভারের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউট জেলা রোভারের ত্রিবার্ষিক কাউন্সিল ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০১৬ থেকে ২০১৯ মেয়াদকালের জন্য এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু হাসান বাচ্চু। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিশনার রহমত আলী বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেব প্রসাদ পাল, রোভার অঞ্চল ট্রেনার শহীদুল ইসলাম ও মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন। পদাধিকার বলে জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সভাপতি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানকে কমিশনার, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান বাচ্চুকে সাধারণ সম্পাদক ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মুকিত জোয়ার্দ্দারকে কোষাধ্যক্ষ করে ৩৬ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বলেন, ‘শুধু রোভার স্কাউট নয়, গার্লস গাইড, স্কাউট ও কাবকেও গতিশীল করতে হবে। শিক্ষার্থীদেরকে উদ্দীপনার মধ্যে রাখতে হবে। ক্রীড়াঙ্গণে ঘাটতি থাকায় ছাত্ররা বিপথে চলে যাচ্ছে। ফলে জঙ্গিবাদের উত্থান ঘটছে। তারা আমাদেরই সন্তান। এ জন্য খেলাধুলা চর্চা বাড়াতে হবে।’

ত্রিবার্ষিক কাউন্সিলে অন্যরা হলেন, যুগ্ম সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, সহসভাপতি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম ও রাশেদ উল ইসলাম জোয়ার্দ্দার। গ্রুপ কমিটির সভাপতি চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান ও বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদার। জেলা রোভার নেতা নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নাসির। অডিট কমিটির আহ্বায়ক আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন। অডিট কমিটির সদস্য বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম ও এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক। সিনিয়র রোভার মেট প্রতিনিধি চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক শাফিউল ইসলাম। রোভার নেতা প্রতিনিধি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর হাসমত আলী ও আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক মাকসুদুর রহমান। অডিট ও অর্থ বিষয়ক সহকারী কমিশনার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক বশির আহমেদ। বিধি ও গ্রোথ সহকারী কমিশনার উথলী কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম। সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক সহকারী কমিশনার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজেরর ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, সংগঠন সহকারী কমিশনার শহীদ আলাউল ইসলাম মুক্ত স্কাউট গ্রুপের উবাইদুল ইসলাম তুহিন। গার্লস ইন রোভার সহকারী কমিশনার আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক জুনিয়র ইনস্ট্রাক্টর ইমদাদ হোসেন। আইসিটি সহকারী কমিশনার বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম। সেবা সহকারী কমিশনার জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক খাদিজা খাতুন। জনসংযোগ ও মার্কেটিং সহকারী কমিশনার মীর শাসুল ইসলাম পলিটেকনিক জুনিয়র ইনস্ট্রাক্টর আহম্মদ আলী। সংযোজিত সদস্য জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মীর মো. জান্নাত আলী, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, আন্দুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ আব্বাস আলী, দর্শনা ডিএস ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উম্মে তাসমিনা, পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম ও হাসদহ মডেল ফাজিল মাদরাসার প্রভাষক হাছিনা খাতুন নির্বাচিত হয়েছেন।