এটা কষ্টের, এ বেদনা দীর্ঘ সময় থাকবে : হিলারি

 

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর দেয়া প্রথম ভাষণে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বললেন, আমি দুঃখিত। আমরা নির্বাচনে জিততে পারেনি। যে মূল্যবোধ আমরা ধারণ করি এবং আমাদের দেশের জন্য যে স্বপ্ন দেখি তা নিয়ে আমরা জিততে পারিনি। হিলারি বলেছেন, এটা কষ্টকর। এই বেদনা দীর্ঘসময় ধরে থাকবে। তবে পরাজয়ের কষ্টের কথা স্বীকার করলেও নির্বাচনের ফলাফল মেনে নিয়ে খোলা মনে ট্রাম্পকে দেশ পরিচালনার সুযোগ দিতে সমর্থকদের আহ্বান জানান হিলারি। গতকাল বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে হিলারি ক্লিনটন এ কথা বলেন। দৃঢ়কণ্ঠে হিলারি বলেন, আমাদের প্রচারণা কেবল এক ব্যক্তি বা একটি নির্বাচনের জন্য ছিলো না। যে দেশটিকে আমরা ভালোবাসি তার জন্যই ছিলো এ প্রচারণা। হিলারি তার বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান। বলেন, আমি দেশের স্বার্থে তার সাথে কাজ করতে চাই।

Leave a comment