বিশ্ব টুকিটাকি : হেলিকপ্টার থেকে পানিতে ডুবলেন দুই অভিনেতা

ইরাকের গণকবর থেকে ১শ গলাকাটা লাশ উদ্ধার

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের মসুল থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে হটানোর অভিযানের সময়ে শহরটির দক্ষিণের একটি স্কুলে গণকবর আবিষ্কার করেছে ইরাকি সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, হাম্মাম আল আলিল শহরের একটি স্কুল থেকে আবিষ্কার হওয়া এই গণকবরে ১শ টি শিরচ্ছেদ করা বেসামরিক নাগরিকের মৃতদেহ পেয়েছে তারা। গত সোমবার হাম্মাম আল আলী শহর থেকে আইএসকে বিতাড়িত করতে সক্ষম হয়। আইএসকে তাড়ানোর পরে এই নৃশংসতা আবিষ্কার করে ইরাকি সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের বিবৃতিতে বলা হয়, আইএসের জঙ্গিরা আমাদের জনগণের বিরুদ্ধে নৃশংসতা অব্যাহত রেখেছে। এই গণহত্যা তদন্তে বিশেষ দল পাঠানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, শনিবার ইরাকের পুলিশ ও সেনাবাহিনী মসুলের দক্ষিণে অবস্থিত হাম্মাম আল আলিল শহরে আক্রমণ করে। তাইগ্রিস নদীর তীরে অবস্থিত মসুলের আগে এটিই সর্বশেষ শহর। এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়ে ছিল, মসুলে আইএস মাইকে করে ঘোষণা দিচ্ছে ৯ বছর বা তার চেয়ে বেশি বয়সী শিশুদের তাদের কাছে হস্তান্তর করতে। এই শিশুদের যোদ্ধা কিংবা মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে এই নৃশংস জঙ্গিগোষ্ঠী।

হেলিকপ্টার থেকে পানিতে ডুবলেন দুই অভিনেতা

মাথাভাঙ্গা মনিটর: বেঙ্গালুরুতে সিনেমার শ্যুটিং করার সময় দুর্ঘটনাবশত হেলিকপ্টার থেকে লেকের পানিতে ডুবে গেছেন দুই কন্নর অভিনেতা। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই দুই অভিনেতার নাম উদয় এবং অনিল। সোমবার বেলা ৩টা দিকে ঘটে যাওয়া ওই ঘটনায় হইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। জানা যায়, কন্নড় ছবি ‘মস্তি গুড়ি’-এর শুটিং চলছিলো বেঙ্গালুরুর টি জি হাল্লি লেকে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন দুনিয়া বিজয়। ক্লাইম্যাক্স-এর একটি দৃশ্যের শুটিং চলছিলো। ছবির ক্লাইম্যাক্সে হেলিকপ্টার থেকে লেকে লাফ মারার দৃশ্যের শ্যুটিং ছিল। দুনিয়া বিজয় এবং তার দুই সহকারী অভিনেতা উদয় ও অনিল তিনজনেরই একসঙ্গে হেলিকপ্টার থেকে লেকে লাফ মারার দৃশ্য শ্যুট করা হচ্ছিলো। লেকের ১শ ফুট ওপরে উড়তে থাকা হেলিকপ্টার থেকে জলে লাফও মারেন তিনজনে। জলে পড়ার পর তিনজনেই সাঁতার কাটছিলেন। ক্যামেরায় তা ধরাও পড়ে। দুনিয়া বিজয় এবং উদয় পাশাপাশি সাঁতার কাটছিলেন। একটু দূরে ছিলেন অনিল।