মারুফের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার জয়

 

স্টাফ রিপোর্টার: তারকা খচিত ঢাকা ডায়নামাইটস বিপিএল শুরু করেছে জয় দিয়ে। মুশফিকুর রহিমের বরিশাল বুলসকে উড়িয়ে দিতে ঝড় তুলেছেন মেহেদী মারুফ। কুমার সাঙ্গাকারা আর সাকিব আল হাসানের কাছ থেকে পেয়েছেন যোগ্য সঙ্গ। গতকাল মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে সাকিবের দলের জয় ৮ উইকেটের।  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফীস ও মুশফিকের অর্ধশতকে ৬ উইকেটে ১৪৮ রান করে বরিশাল। জবাবে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

আল আমিন হোসেনের দ্বিতীয় বলে মনোভাব জানিয়ে দেন মারুফ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা বোলারের পরের ওভারে আরেকটি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান, যা গিয়ে পড়ে পূর্ব গ্যালারির উপরের অংশে।

মারুফের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪.১ ওভারে আসে ঢাকার অর্ধশতক। এমন সূচনা পাওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি দলটিকে। মারুফ অপরাজিত ৭৫ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তার প্রথম অর্ধশতক। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের ৪৫ বলের ইনিংসে ছিলো পাঁচটি করে ছক্কা ও চার। ব্যাটসম্যান মুনাবিরা ফিরেন ডোয়াইন ব্রাভোর বলে নাসির হোসেনের দুর্দান্ত এক ক্যাচে। পয়েন্টে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ জমান দেশের অন্যতম সেরা ফিল্ডার। নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন সাকিব আল হাসান। তার বলে ডেভিড মালানকে ৪ রানে জীবন দেন উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। সেই ওভারে বিশাল এক ছক্কা হাঁকানো মালান শেষ পর্যন্ত ফিরেন সাকিবের বলেই, ব্রাভোকে ক্যাচ দিয়ে। অষ্টম ওভারে ৪৪ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া বরিশাল ঘুরে দাঁড়ায় মুশফিক ও শাহরিয়ারের ব্যাটে। আলাউদ্দিন বাবুর করা দ্বাদশ ওভারে ১৭ রান নিয়ে রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দেন মিডলঅর্ডারের দুই ব্যাটসম্যান। সাকিবের এক ওভারে ছক্কা-চারে ১২ রান নেন শাহরিয়ার। চড়াও হওয়া এই বাঁহাতি ব্যাটসম্যানকে বিদায় করেন শহীদ। অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনেন শাহরিয়ার। ৩১ বলে অর্ধশতকে পৌঁছানো শাহরিয়ার শেষ পর্যন্ত ফিরেন ৫৫ রানে। তার ৩৪ বলের ইনিংসটি ৭টি চার ও দুটি ছক্কায় সাজানো। ৮.৩ ওভার স্থায়ী ৮২ রানের জুটি ভাঙার পর রানের গতিতেও ভাটা পড়ে। শেষের ঝড়ের দুই ভরসা থিসারা পেরেরা, রায়াদ এমরিট ফিরেন দ্রুত। শেষ পর্যন্ত অধিনায়কের দৃঢ়তায় দেড়শ’ রানে কাছাকাছি লক্ষ্য দেয় বরিশাল। ৩৬ বলে মুশফিকের অপরাজিত ৫০ রানের ইনিংসে রয়েছে ৪টি চার ও দুটি ছক্কা। ২১ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার শহীদ।