সাইফুল ইসলাম পিনুর ৪র্থ মৃত্যুবাষির্কী আজ

 

স্টাফ রিপোর্টার: আজ থেকে ৪ বছর আগে, আজকের এই দিনটি ছিলো শুক্রবার। সেদিন সকাল হতে না হতে একটি মৃত্যু সংবাদ চুয়াডাঙ্গাবাসীকে শোকে কাতর করে তোলে। যে মানুষটা ছিলো গরিব অনাহারির দিশা, যে মানুষটা ছিলো সাহিত্য সংস্কৃতি অঙ্গনের পথিকৃত সেই মানুষটার নাম সাইফুল ইসলাম পিনু। পিনু নামেই বহুল পরিচিত ছিলেন তিনি।

পর পর দু’বার চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন সাইফুল ইসলাম পিনু। দৈনিক মাথাভাঙ্গা প্রতিষ্ঠালগ্নে সম্পাদক এবং pinu-bhaiপরবর্তীতে  প্রধান সম্পাদক পদে অসীন হন। পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ৯ নভেম্বর সকালে ঘুম থেকে উঠে চুয়াডাঙ্গা রেলপাড়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী। শোকবহ এই দিনে দৈনিক মাথাভাঙ্গা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার বাদ আছর সাইফুল ইসলাম পিনুর কবর জিয়ারত ও দোয়া হবে। চুয়াডাঙ্গা রেলপাড়া জান্নাতুল বাকী গোরস্তানে সাইফুল ইসলাম পিনু ও তার স্ত্রীর কবর জিয়ারত ও মিলাদ মাহফিলে সকলকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী শুক্রবার তার পারিবারিক উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

Leave a comment