দামুড়হুদায় প্রতিপক্ষের বাড়িতে বোমা রেখে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ

 

৪টি বোমা উদ্ধারের পর থেকেই গোপনে তথ্যদাতাকে খুঁজছে পুলিশ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে বোমা রেখে ফাঁসাতে গিয়ে শেষমেষ নিজেই আটকে গেছে পুলিশের জালে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি বোমা উদ্ধার করলেও আটক করতে পারেনি সংবাদদাতাকে। গত সোমবার রাত আড়াই দিকে উপজেলার কাদিপুর গাংপাড়ায় ওই ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কাদিপুর গাংপাড়ার গফুর মণ্ডলের ছেলে ডালিমের বাড়ির রান্নাঘরের মধ্যে গত সোমবার রাতে কে বা কারা ৪টি বোমা রেখে আসে এবং বিষয়টি মোবাইলফোনে পুলিশকে জানায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে কাদিপুর গাংপাড়ায় পৌঁছুলে সংবাদদাতা মোবাইলফোনে এসআই সুব্রতকে ডালিমের বাড়ির লোকেশন জানায় এবং বলে ডালিমের রান্নাঘরের মধ্যে বোমাগুলো আছে। পুলিশ ডালিমের বাড়িতে প্রবেশ করে এবং ওই রান্নাঘরের সামনে বোমার পাশেই ঘুমিয়ে থাকা ডালিমের বৃদ্ধ মা বাবাকে ডেকে তোলেন। পরে রান্নাঘরের মধ্য থেকে ৪টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করেন। এ বিষয়ে এসআই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোবাইল নম্বর থেকে বিষয়টি জানানো হয়। সে মোতাবেক ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয় এবং ৪টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে মনে হয়েছে এটা প্রতিপেক্ষের সাজানো ঘটনা। পরে সংবাদদাতার ওই নম্বরে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। সংবাদদাতাকে ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। তদন্তের স্বার্থে ওই নম্বরটি জানানো সম্ভব হচ্ছে না। সংবাদাতাকে আটকের পরই প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। তবে সংবাদদাতার কথোপকথন মোবাইলফোনে রেকর্ড করা হয়েছে এবং প্রাথমিকভাবে একটি ধারণাও পাওয়া গেছে।